1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুলিশ কমিশনারের অপেশাদার আচারণের প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

পুলিশ কমিশনারের অপেশাদার আচারণের প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব, নজরুল ইসলাম জুলু সাথে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় রাজশাহী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের অপেশাদার আচারণের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী প্রেসক্লাব। রোববার (৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করা হয়। একই সাথে অনুলিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ( আইজিপি) বরাবর প্রেরণ করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর যুগ্ন-মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন, যুগ্ন-সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধক্য ওমর ফারুক, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র সাংবাদিক ও সদস্য সুজা উদ্দীন ছোটন ও জাহিদ হাসান, ফারুক আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সুজা উদ্দীন ছোটন বলেন, ‘‘নগরীর আইনশৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। দিনে-দুপুরে ডাক্তারকে অপহরণ, বাড়ীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দাখলবাজী, চাঁদাবাজী, ফুটপাত দখল আর সন্ত্রাসী কর্মকান্ড এখন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাতে করে নগরীর আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি কারণে নগরবাসী চরম নিরাপত্তাহীনতার মাঝে রয়েছে। তিনি আরও বলেন, বিভাগীয় শহর রাজশাহীর শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তার অপশোদার আচরণ আমাদের সমাজের জন্য অগ্রহণযোগ্য এবং এটি আইন-শৃঙ্খলার প্রতি অবমাননা। এই ধরনের কর্মকাণ্ড পুলিশ প্রশাসনের উপর জনগণের আস্থা ও বিশ্বাসকে সংকটাপন্ন করে। আমরা মনে করি, পুলিশ কমিশনারের এ ধরনের আচরণ কর্তৃপক্ষের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অবিলম্বে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কে অপসারণ করার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।

পরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব, নজরুল ইসলাম জুলুর নেতৃত্বে দুপুর দেড়টার দিকে রাজশাহী প্রেসক্লাবের প্রতিনিধি দল পুলিশ সুপার ফারজানা ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা নিশ্চিতের জন্য কঠোর অবস্থানে থেকে জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন বলে জানান। পাশাপাশি তিনি রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় প্রেসক্লাবের সভাপতি বলেন, ‘মহানগরী ও জেলার আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী প্রেসক্লাব সব সময় সোচ্চার রয়েছে। একই সাথে তিনি কথিত কার্ডধারী ও হলুদ সাংবাদিকদের ব্যপারে সকর্ত থাকার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST