খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (এসএস) মো. আবু সুফিয়ান, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মাহবুব আলম, সিআইডির বিশেষ পুলিশ সুপার শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি রকফার সুলতানা খানম। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ