1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুলওয়ামায় শুরু সেনা জঙ্গি গুলির লড়াই - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০৯:২ অপরাহ্ন

পুলওয়ামায় শুরু সেনা জঙ্গি গুলির লড়াই

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক:  কাটেনি বৃহস্পতিবারের সেনা কনভয়ে আত্মঘাতী হামলার রেশ৷ তারই মধ্যে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গুলির লড়াই৷ পুলওয়ামার পিঙ্গলানে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে৷ বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে সন্দেহ সেনাবাহিনীর৷ পিঙ্গলান অবন্তিপুরা থেকে খুব কাছে৷

ফাইল ছবি৷

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, রবিবার গভীর রাতে সেনাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ পালটা তাদের গুলি করা হয় নিরাপত্তাবাহিনীর তরফে৷ রাতভর এই লড়াই চলে৷ জঙ্গিদের ছোঁড়া গুলি লেগে জখম এক অফিসার সহ নিরাপত্তা বাহিনীর চার জওয়ান৷

ভোরের আলো ফোটার আগেই অভিযানে নামে সেনাবাহিনী৷ চলে চিরুনি তল্লাশি৷ এই অভিযানেই দুই জঙ্গিকে ধরতে পারেছে সেনাবাহিনীর জওয়ানরা৷ তবে বেশ কয়েকজন জঙ্গি এখনও ওই এলাকেই লুকিয়ে রয়েছে বলে অনুমান তাদের৷ সোমবার ভোর থেকেই তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে৷

গত বৃহস্পতিবারই পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে এই হামলা চালায় পাক জঙ্গি সংগঠন জঙ্গি জৈশ-এ-মহম্মদের এক সদস্য৷ শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান৷ এরপরই উপত্যকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়৷ সিদ্ধান্ত হয় সীমান্তের সব জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেবে ভারত৷ শনিবার রাত থেকেই শুরু হয়েছে সেনাবাহিনীর অ্যাকশন৷

মনে করা হচ্ছে ভারতীয় সেনার কড়া অভিযানের পরপরই প্রত্যাঘাতের চেষ্টায় জঙ্গিরা৷ তারই জের রবিবার রাতভর সেনা জঙ্গি গুলির লড়াই৷ সেনাদের লক্ষ্য করে রাতের অন্ধকারেই গুলি চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনাও৷

সোমবার ভোরেও সেই লড়াই অব্যাহত৷ তবে অভিযানে নেমে দুই জঙ্গিকে ধরতে পেরেথে সেনা৷ তাদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তাবাহিনী৷ চলছে তল্লাশি অভিযানও৷ লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে স্থানীয়দের সতর্ক করার কাজ চলছে সেনার তরফে৷
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে. সেনা জঙ্গি গুলির লড়াই থেমেছে৷ তবে জঙ্গিদের ধরতে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনার তরফে৷ চলছে চিরুনি তল্লাশি৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST