1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
পুনর্গঠনের পর রামেবির সমন্বয়ক পরিষদ ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

পুনর্গঠনের পর রামেবির সমন্বয়ক পরিষদ ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপটেম্বর, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : পুনর্গঠনের পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদ শিক্ষার্থীদের সমন্বয়ক পরিষদ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ পরিষদের তালিকা প্রকাশ করা হয়। এতে রামেবি অধিভুক্ত সরকারি-বেসরকারি নার্সিং কলেজের বেসিক বিএসসি কোর্সের ১৭ শিক্ষার্থী সমন্বয়ক হিসেবে রয়েছেন। এছাড়া সহঃ সমন্বয়ক করা হয়েছে ৩৭ জনকে। সম্প্রতি পরিষদের উপদেষ্টাদের অনুমোদনক্রমে এ পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন তিনজন। তারা হলেন- রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম মুর্শেদ জামান মিঞা, রাজশাহী নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর মো. মনিরুল হাসান হেলাল ও একই কলেজের নার্সিং ইন্সট্রাক্টর মো. শহীদুজ্জামান শাহীন।

কমিটির ১৭ সমন্বয়ক হলেন- রাজশাহী নার্সিং কলেজের শাহরিয়ার হাসান ফাহিম, রংপুর নার্সিং কলেজের রায়হান আলী, দিনাজপুর নার্সিং কলেজের মেহেদী হাসান, লালমনিরহাট নার্সিং কলেজের আফরোজা ইয়াসমিন, রংপুর নার্সিং কলেজের সাব্বির খান পিয়াল, রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের আমানুল্লাহ আমান, রাজশাহী নার্সিং কলেজের রিফাত আল মাহমুদ, রংপুর নার্সিং কলেজের তাজমিনা খাতুন, রাজশাহী ইসলামী ব্যাংক নার্সিং কলেজের নাহিদ হোসেন, রাজশাহী নার্সিং কলেজের জহিরুল ইসলাম, রংপুর নার্সিং কলেজের জিনাত নাহার, রাজশাহী নার্সিং কলেজের নাজনীন আক্তার ও সজিব হাসান, রাজশাহী উদয়ন নার্সিং কলেজের শাকিল আহমেদ, রাজশাহী নার্সিং কলেজের মেহেদী হাসান ও আল আমিন মন্ডল এবং উদয়ন নার্সিং কলেজের আনোয়ার পারভেজ বাপ্পী। এদের মধ্যে জহিরুল ছাড়া সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

এ বিষয়ে অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ আমান বলেন, রামেবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নার্সিং অনুষদ অবহেলিত ও বৈষ্যমের শিকার। ফলে সেশনজটসহ বেশকিছু জটিলতা তৈরি হয়। এসবের প্রতিবাদে ও যৌক্তিক দাবি আদায়ে সমন্বয়ক পরিষদ আগেই তৈরি হয়েছিল। সেটি পুনর্গঠন করা হয়েছে। নার্সিংয়ের উন্নয়নে এ পরিষদ সোচ্চার থাকবে। এ ব্যাপারে উপদেষ্টা ডা. এম মুর্শেদ জামান মিঞা বলেন, রামেবির নার্সিং শিক্ষার্থীরা বেশ সক্রিয়। দ্বিতীয় স্বাধীনতা এসেছে, সকল বৈষম্য দূরীভূত হবে।

পরিষদের সহঃ সমন্বয়করা হলেন-
ইসরাত জাহান সহ-সমন্বয়ক উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
কৌশিক আহম্মেদ সহ-সমন্বয়ক ডায়াবেটিস এসোসিয়েশন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
মোঃ মিনহাজ সহ-সমন্বয়ক হেলথ কেয়ার নার্সিং কলেজ, রাজশাহী ২০২১-২২
মোঃ সাহাব উদ্দীন সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
মোছাঃ আলেয়া খাতুন সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
মোঃ গোলাম রাব্বানী সহ-সমন্বয়ক টি এম এস এস নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
মোঃ মারুফ হাসান কিরণ সহ-সমন্বয়ক সাখাওয়াত হোসেন মেমোরিয়াল নার্সিং কলেজ, সিরাজগঞ্জ ২০১৯-২০
সুরাইয়া ইয়াসমিন নিতু সহ-সমন্বয়ক জাহানারা নার্সিং কলেজ, সিরাজগঞ্জ ২০১৯-২০
নূরতাজ জাহান সহ-সমন্বয়ক খাজা ইউনুস আলী নার্সিং কলেজ, সিরাজগঞ্জ ২০১৯-২০
মোঃ শাওন আহম্মেদ সহ-সমন্বয়ক আনোয়ারা নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
শাহরিয়ার আলম সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
ইভা খাতুন সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
রেজেনা আক্তার সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০১৯-২০
ফজিলা খাতুন সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০১৯-২০
দিলশাদ হোসনে সহ-সমন্বয়ক রংপুর নার্সিং কলেজ, রংপুর ২০১৯-২০
শাম্মি আক্তার সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
জিন্নাতুন নেচ্ছা সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
সামিউল আলম সহ-সমন্বয়ক দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর ২০১৯-২০
স্মরনিকা ভক্ত সহ-সমন্বয়ক লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট ২০১৯-২০
রবিউল ইসলাম রনি সহ-সমন্বয়ক লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট ২০১৯-২০
মোঃ ওয়ালি উল্লাহ সহ-সমন্বয়ক লালমনিরহাট নার্সিং কলেজ, লালমনিরহাট ২০১৯-২০
ফাতেমা খাতুন সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
আফরিন বিনতে হোসাইন আখি সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
তানজিনা রহমান বিথী সহ-সমন্বয়ক রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
তাসলিমা খাতুন সহ-সমন্বয়ক উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
সুমাইয়া আক্তার শিমু সহ-সমন্বয়ক উদয়ন নার্সিং কলেজ, রাজশাহী ২০১৯-২০
আনিকা আফরোজা স্মৃতি সহ-সমন্বয়ক টি এম এস এস নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
সাদিয়া প্রামাণিক সহ-সমন্বয়ক টি এম এস এস নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
তানিয়া আক্তার সহ-সমন্বয়ক আইডিয়াল নার্সিং কলেজ, বগুড়া ২০১৯-২০
আরজিনা খাতুন সহ-সমন্বয়ক আইডিয়াল নার্স

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST