রাজশাহীর পুঠিয়ায় পুত্রবধূর স্বীকৃতির দাবিতে শশুর বাড়িতে অনশন করছে এক নব বিবাহিতা তরুণী (২৪)।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল থেকে তার শশুর বাড়ির সামনে অবস্থান করছে ওই তরুণী। সে রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রামের হাজীপাড়ার এন্তাজ আলীর ছেলে আহসান হাবীব (২৭) একই গ্রামের সোনিয়া আক্তার (২৪) কে গত ২৭ সেপ্টেম্বর বিয়ে করে। তাদের মধ্যে ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে।
অনশনরত ভুক্তভোগী সোনিয়া জানায়, বিয়ের পর থেকে তার স্বামী হাবীব তাদের বাড়িতে থাকত। গত ৩/৪ দিন আগে তার স্বামী নিজের বাড়িতে যায়। তারপর থেকে তার সাথে যোগাযোগ করতে পারছি না। আমার সাথে ফোনেও কথা বলছে না। আমরা দু’জনে বিয়ে করেছি এটা তার পরিবার মেনে নিচ্ছে না। আমি তাদের পুত্রবধূর স্বীকৃতি পেতে চাই। তাই তাদের বাড়ির সামনে অবস্থান করছি।
এখানে আসার পর তার শাশুড়ি ও চাচি শাশুড়িরা তাকে মারধর করেছে বলেও সে জানায়।
এলাকার কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, আমার বাড়ি একই গ্রামে। তাদের মধ্যে বিয়ে হয়েছে এটা সবাই জানে। বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যেহেতু তাদের বিয়ে হয়েছে তাই বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করতে ওই তরুণীর শশুর পক্ষকে বলা হয়েছে। মীমাংসা না হলে আইনি ব্যবস্থা নেব।
বিএ/