পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীর লাঠির আঘাতে আব্দুস সালাম (৭০) নামের এ বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুস সালাম উপজেলার ভাল্লুকগাছী চকপাড়া গ্রামের মৃত কহের মন্ডলের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সালামের সাথে তার প্রতিবেশী সুমনের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিবাদ চলছিলো। বৃহস্পতিবার সকাল ৮টার সময় আব্দুস সালামের বাড়ির পার্শ্বে পানি নিস্কাশনের পাইপ নিয়ে প্রতিবেশী ইয়াদ আলীর ছেলে সুমনের
তর্কবিতর্কের হয়। এক পর্যায়ে সমুন পার্শ্বে পড়ে থাকা বাঁশ দিয়ে আব্দুস সালামের মাথায় আঘাত করে। এ সময় ঘটনা স্থালে আব্দুস সালাম গুরুত্বর আহত হয়ে পড়ে। সে সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে আব্দুস সালাম মারা যায়। এব্যপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, এখনো এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলে তিনি জানান।
আর/এস