নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আল মামুন ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৯২০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র রবিউল ইসলাম রবি পেয়েছেন ৫ হাজার ১৬০ ভোট। বিএনপি প্রার্থী ৭৬০ ভোটে মেয়র পদে বিজয়ী হয়েছেন। এ পৌরসভায়
মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনা শেষে বিএনপি প্রার্থী জয়লাভ করে। বেসরকারী ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এস/আর