পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) বানেশ্বর শাখার উদ্যোগে দুঃস্থ্য-অসহায় ও সংস্থার উপকার ভোগী সদস্যদদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে বানেশ্বর শাখা অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেড় শতাধিক
সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) রাজশাহী জোনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আলী, বানেশ্বর অেিফর শাখা ব্যাবস্থাপক ফরিদুল ইসলাম, একাউন্ট অফিসার কাব্বার আলী,ফিল্ড অফিসার ফারুক, মেহেরুল ও শহীদ প্রমুখ।
এস/আর