পুঠিয়া (রাাাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় পুলিশ পরিচয়দানকারী আপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটক অপহরণকারী চক্রের সদস্য হলো, নাটোর সদর উপজেলা জিল্লুর রহমানের ছেলে আমিরুল ইসলাম (৩৪)। জানাগেছে, গত শনিবার সকাল ১০টার সময় উপজেলার ঝলমলিয়া ডাকবাংলা সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের কছির উদ্দিনের ছেলে ফরুক হোসেন বাবু (৩৮) কে জোরপূর্বক ২ থেকে ৩ জন যুবক পুলিশ পরিচয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে অপরহরণ করে নিয়ে যায়। এর পর থেকে অপরহরণকারী চক্রের সদস্যরা বাবুর পরিবারের কাছে এক লক্ষ টাকা দাবি করে। পরে বাবুর পরিবার পুলিশকে অবহৃত করে। পুলিশ বিভিন্ন ভাবে খোঁজখবর নিয়ে
ওই দিন রাত্রি সাড়ে ৯টার সময় বাবুকে আহত অবস্থায় চারঘাট উপজেলার নন্দনগাছী হাইস্কুলে মাঠ থেকে উদ্ধার করে। সেসময় পুলিশ অপহরণকারী চক্রের সদস্য আমিরুলকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। সেসময় অপরহরণকারী চক্রের ব্যবহৃত দুইটি মোটরসাইকের একটি হেলমেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে বাবুর ভাই গোলাম মুরশেদ বাদী হয়ে পুঠিয়া থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এব্যাপারের পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন জানান, আটক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদেরকে আটকের চেষ্ঠা অব্যহত আছে।
খবর ২৪ ঘণ্টা/আর