পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু (৪৮) কে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে পুঠিয়ার বানেশ্বর বাজারের খুটিপাড়া ঢালান থেকে আটক করা হয়। তিনি উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।জানা গেছে, গতকাল সোমবার বিএনপি নেতা মিন্টুকে জেলা ডিবি পুলিশ আটক করে
পুঠিয়া থানা পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাকে নাশকতার মামলায় আটক দেখানো হয়েছে। এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি নেতা মিন্টুকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এমকে