রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহৃত সরকারী মুঠোফোন নম্বর (০১৭৮৬-৭০৮৪৪৪) ক্লোন করা হয়েছে।
ক্লোন করা প্রতারক চক্রটি নানা সুবিধা দেয়ার কথা বলে ফোন করেছে এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে। বিনিময়ে বিকাশের মাধ্যমে অর্থ দাবী করার অভিযোগ উঠেছে। তবে প্রতারক চক্রের ফাঁদে পা না দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক করেছেন।
মঙ্গলবার(১ মার্চ) বিকেলে ফোন নম্বর ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার থেকে সরকারী নম্বরটি ক্লোন করেছে একটি প্রতারক চক্র। ওই চক্রটি ফোনে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করছে। আর ইউএনও পরিচয়ে ওই প্রতিষ্ঠানে সরকারী বিভিন্ন অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছে। সেই সাথে মোবাইল ব্যাংকিং নম্বরে অর্থ দাবী করছে। মঙ্গলবার দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ফোন নম্বরটি ক্লোন হওয়ার বিষয়টি আজ দুপুরে লোক মারফৎ অবগত হয়েছি। এরপর সর্ব সাধারণকে সচেতন হতে সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছি।
ফোন নম্বর ক্লোন করা প্রতারক চক্রকে ধরতে পারলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/