পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় জামায়তের দুই কর্মী আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়রনের সরগাছি গ্রামের আব্দুল জব্বারের ছেলে রেজাউল করিম (৪২) ও একই গ্রামের আবুল কালামের ছেলে বিপ্লব (৪২)।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।বুধবার দিবাগত রাত্রিতে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ জানান, আটককৃতরা জামায়াতের সক্রিয় কর্মী। নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
খবর ২৪ ঘন্টা/আর