রাজশাহীর পুঠিয়ায় ৬০ লাখ টাকার ৬০০ গ্রাম হেরোইনসহ বাবুল (২৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর পুঠিয়ায় উপজেলার ঝলমলিয়া গ্রামের মৃত সেলিমের ছেলে। গত শনিবার (১০ জুলাই) দিবাগত রাতে পুঠিয়ার শিবপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর বাজারে বিপুল পরিমাণ মাদকসহ একব্যক্তি অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি তাৎক্ষণিক শিবপুর বাজারে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ বাবুলকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর