রাজশাহীর পুঠিয়ায় জাহেদুল ইসলাম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র গত ৫ দিন থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের মা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জাহেদুল ইসলাম উপজেলার বানেশ্বর নামাজগ্রামের কাঠ ব্যবসায়ি জাকতার মন্ডলের ছেলে। গত ২৫ মার্চ সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
ওই মাদ্রাসা ছাত্রের বাবা জাকতার মন্ডল বলেন, জাহেদুল ইসলাম রাজশাহী মহানগরীর শাহ মখদুম হাফিজিয়া মাদ্রাসায় পড়াশুনা করতো। সে ১০ দিন আগে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর ছুটি শেষে গত ২৫ মার্চ সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এরপর তাকে কোথাও খুজে না পেয়ে তার মা গত ২৯ মার্চ পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশ কাজ করছেন। অপরদিকে তার সকল তথ্য বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে।
এস/আর