নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ৩৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিশবাড়ি গ্রামের শহিদ মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২২) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শ্রীপুর গ্রামের খোরসেদের ছেলে রাশেদ মিয়াজী (২৪)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠাল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী
রাশেদ মিয়াজী ও শাহজাহান মিয়াকে ৩৯ কেজি গাঁজা ও ১ টি পিকআপসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী রাশেদ মিয়াজী ও শাহজাহান মিয়া গাঁজা নিয়ে নাটোর জেলার থেকে রাজশাহীর জেলার গোদাগাড়ীতে বিক্রি করার জন্য যাচ্ছিলো।
এমকে