রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার উপর হামলা ও মারধরের অভিযোগে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে বেলপুকুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো oহয়েছে।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা সুমনুজ্জামান সুমন পুঠিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। সে উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামানের ছেলে।
হামলার শিকার জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
এঘটনায় গত রোববার রাতে ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের নামে মামলা দায়ের করেন। যুবলীগ নেতা সুমন এই মামলার প্রধান এজাহারভুক্ত আসামী।
এব্যপারে, আরএমপির বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, হামলার ঘটনায় ওই রাতেই মামলা নেওয়া হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, উপজেলার বেলপুকুর বাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএ/