রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইমতিয়াজ আলম হিমু (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা স্ত্রী রাবেয়া খাতুন (২৫) ও মেয়ে হিয়া খাতুন (৪) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ঝলমলিয়া আখ ক্রয় কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ আলম হিমু নাটোর সদর এলাকার লাল বাজারের বিপ্লব হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ভ্যান চালক আব্দুস সালাম বলেন, সন্ধ্যা সাড়ে
৭টার দিকে ওই ব্যাক্তি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাকে সাথে নিয়ে নাটোর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে ঝলমলিয়ার আখ ক্রয়কেন্দ্রের সামনে আসলে পেছন থেকে একটি দ্রæতগামী একটি ট্রাক তাদের সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়। তার সাথে থাকা স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়।
পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কমর্র্কতা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘর্টনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। এরপর গতরাতেই নিহতের পরিবার থানা থেকে তার লাশ নিয়ে গেছেন। তবে কোন গাড়ি বা কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর