রাজশাহীর পুঠিয়ায় আমানা খাতুন নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। নিহতের পরিবার দাবি করছেন, মুঠোফোন ব্যবহার করতে না দেয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।নিহত আমানা খাতুন উপজেলার বানেশ্বর-খুটিপাড়া গ্রামের কাউসার আলীর মেয়ে ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। শনিবার (২৬ জুন) দিবাগত রাত এ ঘটনা ঘটে।পিতা কাউসার আলী বলেন, গত কয়েকদিন থেকে মোবাইল ফোনের জন্য জেদ ধরে। ফোন না
দেয়ায় সে অভিমানে ছিল। সে সূত্রে শনিবার রাতে যে কোনো সময় আমানা খাতুম বাডীর গোসল খানার ভিতরে থাকা বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে; মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।