পুুঠিয়া প্রতিনিধিঃ
‘খেলা-ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে সচেতন সাইক্লেইং প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উচ্চ বিদ্যালয় মাঠে, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এম.এফ) সচেতন সোসাইটির সার্বিক সহযোগিতায় চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সচেতন সোসাইটির ফোকাস পারসন মোঃ আশিক হোসেনের পরিচলনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিযনের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুরবান আলী, বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোসাঃ শাহার বানু, বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ হাসেম আলী, মাহাফুজা পারভীন, আসাদুজ্জামান ময়না, নুরুল নবী প্রমূখ। পল্লী কর্ম সহায়ক ফান্ডেশন (পি.কে.এম.এফ) সচেতন সোসাইটির সার্বিক সহযোগিতায় বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উ”্চ বিদ্যালয় ও বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২টি স্কুলের প্রায় ৫/৬শ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে এই চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সচেতন
সাইক্লেইং প্রতিযোগিতা-২০১৮ ছাত্রীদের মধ্যে, বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ম, স্থান লাভকরী মোছাঃ সামিয়া আল জ্যামি, বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের ২য় স্থান লাভকরী, মোছাঃ ইন্না খাতুন, ও ৩য় হন, বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোছাঃ সুমায়া আক্তার। ছাত্রদের খেলায় ১ম স্থান লাভ করেন, বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের মোঃ আসির ইনতিসার, ২য় হন, মোঃ সাজিদ ,সামাদ, ৩য় হন, ফজেল রাব্বি, এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিযোগিতায় প্রথম হন, বিড়ালদহ সৈয়দ করম আলী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ ফারজানা শিরিন, ২য় হন, মকলেছুর রহমান, ৩য় হন, খন্দকার নুরুল হুদা। বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরণ শেষে বক্তরা, মাদক ও সন্ত্রাসকে না বলে মাঠে এসে নিয়মিত খেলা-ধুলায় অংগ্রহণ করার আহবান জানায়।
খবর ২৪ ঘণ্টা/এমকে