পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় শুদ্ধ সুরে দলীয় জাতীয় সংগীত প্রতিযোগীতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ধোপাপাড়া মেমোরিয়্যাল ডিগ্রী কলেজে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ২৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ সফিউল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দীন, প্রভাষক মোহাম্মদ আলী, ইউসুফ আলী, চকপলাশী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের সকল
শিক্ষক বৃন্দ, প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক মন্ডলীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক নুরুল ইসলাম। প্রতিযোগীতায় কলেজ পর্যায়ে ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রথম , মাধ্যমিক পর্যায়ে ঝলমলিয়া উচ্চ বিদ্যালয় প্রথম, প্রথমিক বিদ্যালয় পর্যায়ে ধোপাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়।
খবর ২৪ ঘণ্টা/আর