পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার সকল কলেজের শিক্ষকদের নিয়ে বানেশ্বর সরকারী ডিগ্রী কলেজ মাঠে শিক্ষক সমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।বানেশ্বর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হকের সভাপতিত্বে ও এ বি সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় বুধবার সকাল ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দুর্গাপুরে সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রালয়ের সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফির্সার আব্দুলাহ্ আল মাহামুদ, পুঠিয়া থানা তদন্ত ওসি রাকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলামসহ উপজেলার ১৪টি কলেজের অধ্যক্ষ ও অধ্যপক মন্ডলীগণ উপস্থিত ছিলেন। এমপি মহাদয়ের উদ্দেশ্যে উপস্থিত বক্তাগণ, তাদের কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যার সমাধানের জন্য আহবান জানায়।
খবর২৪ঘণ্টা.কম/জন