পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ পুঠিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত শুক্রবার রাত্রিতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক আশরাফ আলী উপজেলার ভালুকগাছী ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে ও জিউপাড়া ইউনিয়নের নকুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলা সূত্রে জানা গেছে, গত মে মাসের ৩০
তারিখে একই গ্রামের আব্দুল বারির জমির ১৫ টি মেহগনী গাছ কেটে নষ্ট করে। পরে আব্দুল বারি রাজশাহী চিপ জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলি আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটি আদালত আমলে নিয়ে পুঠিয়া উপজেলা সমাজ সেবা অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে গত নভেম্বর মাসের ৬ তারিখে আসামী আশরাফ আলীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আটক আশরাফ আলী ওয়ারেন্টের আসামী ছিলো। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আর/এস