পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে বাঁশপুকুরিয়া গ্রামের অসহায় ও কর্ম হীন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন যুবসমাজের সদস্যরা।
মরণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। সেই সাথে বাড়ছে অসহায়, গরীব, খেটে খাওয়া মানুষগুলোর দূর্ভোগ। তিন বেলা পেটে অণ্য যোগানোই এখন বড় চ্যালেঞ্জ। অসহায় এসব মানুষদের পাশে দাড়ানোটা এখন সমাজের সামর্থবানদের কর্তব্য। সহযোগিতার জন্যে অর্থের চেয়ে ইচ্ছাটাই আসল।’ যুব সমাজের কয়েকজন সদস্যদের সাথে কথা বললে তারা এভাবেই তাদের মনের ভাব প্রকাশ করেন। তারা আরও বলেন, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন আমরা এভাবে অসহায়দের সহযোগিতা করবো।
এসময় এলাকার ৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করেন।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।