পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রফিক মোড় থেকে একটি পালচার মোটরসাইকেল চুরি ঘটনা ঘটেছ। সোমবার দুপুর ২টা ১৫-২০মিনিটের দিকে আই এফ আইসি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত চলছে। চুরি হওয়া মোটরসাইকেটি চারঘাট বড়বড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুল ইসলাম বিপ্লবের।মোটরসাইকেল মালিক আসাদুল ইসলাম বিপ্লব জানায়, দুপুরে দিকে রাজশাহীতে প্রয়োজনীয়
কাজ শেষ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে আই এফ আইসি ব্যাংকের সামনে লাল রং-এর পালচার-১৫০ সিসি (রাজশাহী-ল-১১-২০১৭) নামের মোটরসাইকেল রেখে পার্শ্বে হোটেলে ভাত খেতে যায় এবং খাওয়া শেষে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নাই। অনেক খুজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ করি। থানা পুলিশ জানার পর ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে এবং অভিযান অব্যহত আছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।