নিজস্ব প্রতিবেদকঃ পুঠিয়ায় মোটরসাইকেলসহ দুই ছাগল চোরকে আটক করেছে পুলিশ। আটক ছাগল চোরের হলো, নাটোর জেলার হারিগাছা এলাকার লেবে মিয়ার ছেলে রাশেদ আলী (২০) ও একই জেলার পন্ডিতগ্রাম হরিগাছা এলাকার জহির আলীর ছেলে হানিফ আলী (২০)।
পুঠিয়া থানা সূত্রে জানাযায়, শনিবার দুপুরে আটক দুইজন একটি ছাগল চুরি করে মোটরসাইকেল যোগে বানেশ্বের হাটে নিয়ে আসে বিক্রির জন্য। সেখানে হাটে গাছল ক্রয়-বিক্রয় করতে আসা লোকজন তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তারেকে আটক করে জিজ্ঞাসাবদ শুরু করে। পরে তারা ছাগলটি চুরি করার কথা স্বীকার করে। পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুঠিয়া থানা পুলিশের এস আই সাজ্জাদ হোসেন ও ফোর্সসহ একটি লাল পালর্সার মোটরসাইকেল ও ২জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, ছাগল চুরি করে বিক্রির ঘটনায় দুই জনকে আটক করা হয়। ছাগল মালিক শুকুর শেখ দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করছে। আসামীদের আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হবে বলে জানান।
খবর২৪ঘন্টা/আব/নই