নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ার কলেজ ছাত্র সাইফ ইসলাম ওরফে সানি (২৪) হত্যার ঘটনায় দুই আসামীর ৫ দিনের রিমান্ড আবেদণ করেছে পুলিশ। সানি বানেশ্বর থান্দারপাড়া এলাকার সিরাজুলের ছেলে ও নাটোর এনএস কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। রোববার তাদের আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামের মৃত খায়েরের ছেলে সাগর (২৩) ও একই এলাকার ইদল আলীর ছেলে সাকিব (২৪)। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম বলেন, দুই আসামীকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তাদের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে চারঘাট মডেল থানাধীন মাড়িয়া মসজিদ পাড়া গ্রামস্থ কলা বাগানের উত্তর পশ্চিম কর্নারে পাকা রাস্তার ঢালে খেঁজুর গাছের নিচে গলাকাটা রক্তাক্ত অবস্থায় সাইফ ইসলাম @সানির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে তারা স্বীকারোক্তি দেয় যে, মোটরসাইকেলটি হাতিয়ে নেয়ার জন্য কলেজ ছাত্র সানিকে ফেন্সিডিলের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করে। এরপর পুলিশ সুপার রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানান।
এমকে