পুঠিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৪ টায় পুঠিয়া পি.এন উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পরিজান বেগমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,রাজশাহী ৫ আসনের সাংসদ খাদ্য মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য মণিরুল ইসলাম তাজুল, এড্যভোকেট সুশান্ত কুমার ঘোষ, সদস্য গোলাম ফারুক, পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম (রবি) উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা খাতুন।
যুব মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৌসুমি রহমানের সঞ্চালনায় আরো,বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক মর্জিনা বেগম, উপজেলা মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুখসানা খাতুন নিগার, জেসমিন আরা প্রমুখ। সমাবেশে পর এক র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুঠিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।