রাজশাহী পুঠিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়েছে একটি পরিবার। সোমাবার(১৪মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের বারপাখিয়া পূর্বপাড়া গ্রামের সুকেন মন্ডলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারপাখিয়া পূর্বপাড়া গ্রামের সুকেন মণ্ডলের গোয়াল ঘর আগুনে পুড়ে গেছে। তবে সুকেন মণ্ডল অভিযোগ করে বলেন, কেউ শত্রুতা করে গোয়াল ঘরের পেছনে থাকা খড়ির ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তার বসতবাড়ি এবং গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, একটি মোটরসাইকেল, ফ্রিজ, বাক্সসহ মূল্যবান জিনিপত্র পুড়ে গেছে। এছাড়াও গোয়াল ঘরে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। গোয়ালে থাকা অন্য গরুগুলো রক্ষা করতে পারলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। গরু কিনতে ব্যাপারী এসেছিল। আমি বিক্রি করতে রাজি হইনি। এমন শত্রুতা থেকেও কেউ আগুন লাগাতে পারে।
পুঠিয়া ফায়ার সার্ভিসে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত লিংকন ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো জলাধার না পেয়ে কাজ করতে পারিনি। বাড়িতে যাওয়ার রাস্তা সরু হওয়ায় আমাদের পানিবাহী গাড়িও সেখানে নিতে পারা যায়নি। এই অগ্নিকাণ্ডের আনুমানিক দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।