রাজশাহীর পুঠিয়ায় লতা হারবাল নামে ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছেন থানা পুলিশ। এ সময় বিভিন্ন প্রসাধনীর মোড়ক ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। সেই সাথে কারখানা মালিক মোলা উদ্দীনকে আটক করা হয়েছে।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিড়ালদহ- হাতিনাদা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মোলা উদ্দীন ওই গ্রামের আব্দুস সামাদ আলীর ছেলে।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে লতা হারবাল নামে একটি কারখানায় দেশের ও বিদেশের নামী দামী বিভিন্ন প্রসাধানী তৈরি হচ্ছিল।
আর ওই তৈরিকৃত প্রসাধনী গুলো বাজারজাত করে আসছিল। গোপন সংবাদে শনিবার রাতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। ভেজাল প্রসাধনী তৈরির সময় পুলিশ কারখানা মালিককে আটক করে।
এসময় বিভিন্ন প্রসাধনীর মোড়ক ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। যার বাজার মূল্যে প্রায় ৮ লাখ ২৪ হাজার টাকা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি বলেন, জনস্বার্থে এমন অভিযান চলবে।
বিএ /