পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় অবসর প্রাপ্ত ব্যাংক, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্সসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্তরা হলেন, পুঠিয়া সদরের জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন (৬৫), পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স আমেনা খাতুন (২৮), উপজেলার ভালুকগাছি এলাকার সাইফুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৮), পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে সওকত হোসেন (৪৫), উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদি গ্রামের আব্দুস সামাদের স্ত্রী মরিওম বেগম (৬৫), উপজেলার বেলপুকুর ইউনিয়নের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুস সামাদ (৬৬), পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক জামিল মাহামুদ (২৬) ও পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী ফজলু (৩৮)। জামিল ও ফজলু আগে থেকেই আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নাজমা আক্তার জানান, গত ৫, ৮ ও ৯ আগস্ট তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। গতকাল ৯ ও ১০ আগস্ট তাদের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তারা বাড়িতেই আইসোলেশনে থাকবেন। সেখানেই তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হবে। পুঠিয়া উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাগেছে, বর্তমানে আক্রান্তদের নিয়ে উপজেলায় করোনায় আক্রন্তের সংখ্যা দাড়িয়েছে ৮৩ জন এবং এ পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছে ৩২ জন। এছাড়াও ৮২ জনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নমুনা দিয়েছেন ১১জন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান বলেন, আমরা যাদের রিপোর্ট পজেটিভ পাচ্ছি তাদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।
খবর২৪ঘন্টা/নই