রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের ৬ মাস পর এক মানষিক ভারসাম্যহীন বৃদ্ধার গলিত মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ভাড়ড়া গ্রামের অমর ভূমিক এর আম বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নালায় জেলেদের মাছ ধরার জালে লাশটি ওঠে আসে।
মৃত ওই বৃদ্ধার নাম শেরজান (৯৩)। তিনি বানেশ^র ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত. নূর আলী মন্ডলের স্ত্রী।
শেরজান এর বড় ছেলে লুৎফর হোসেন জানান, প্রায় ছয়মাস আমার মা বাড়ী থেকে বাহিরে ঘুরতে গিয়ে নিখোঁজ হন। পরে আজ সকালে একটি লাশ পাওয়া গেছে শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুরি দেখে আমার মাকে সনাক্ত করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, লাশ উদ্ধারের বিষয়ে শুনেছি তবে এ সংক্রান্ত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএ/