পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ার বেলপুকুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তার প্রেমিককে আটক করেছে থানা পুলিশ। আটক প্রেমিক অনিক (২৩) উপজেলার ভাংড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। শনিবার সকাল ১০টার সময় তার প্রেমিকার বাড়ি থেকে অনিককে আটক করা হয়। আটক অনিক রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। স্থানীয়দের সূত্রে জানা গেছে, অনিক তার প্রতিবেশী এক কলেজ ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক গড়ে তোলে। শনিবার সকালে প্রতিবেশী কলেজ ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার শয়ন কক্ষে প্রবেশ করে। ওই সময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর
থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক অনিক ও কলেজ ছাত্রীকে তার শয়ন কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কলেজ ছাত্রী বাদি হয়ে থানায় অনিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আলঙ্গীর হোসেন জানান, আটক অনিককে ধর্ষণের মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে এবং কলেজ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামিকাল তাকে রামেক হাসপাতালে পাঠানো হবে।
আর/এস