নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধলাট কমরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। নিহত ওই গৃহবধূর নাম খুরশিদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের কুরমান আলীর স্ত্রী।
জানা গেছে, খুরশিদা ও তার ছেলের বউ এর সাথে সংসারে বিভিন্ন কারণে পারিবারিক দ্বন্ব চলে আসছিলো। এর জেরে খুরশিদা বেগম তার ছেলে বউ এর উপর অভিমান করে সোমবার রাতে সবার অজান্তে ঘরের ভেতরে বিষপান করেন। পরে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে বেলপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, ঘটনাটি শুনে আমরা গিয়েছিলাম। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবে লাশ দেখে ও মুখের গন্ধে বিষ পানের আলামত পাওয়া গেছে। এটি আত্মহত্যার ঘটনা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে কবর দেওয়ার জন্য অনুমতি দিয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।