পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ উপলক্ষে একটি র্যালী ও শেষে উপজেলা চত্তরে ভোক্তা অধিকার বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) জাহিদ হাসান সিদ্দিকি, কৃষি অফিসার মুঞ্জুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুইঞা, সমাজসেবা অফিসার, সমাজ সেবক কাজি শরিফ, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা গাজী সুলতান, পৌরসভার কাজি আবুল কালাম আজাদ, প্রমূখ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সমাজসেবক, ব্যবসায়ী, বনিক সমিতির, সদস্যরাও এই র্যালী ও আলোচনা সভায় যোগ দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ