পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোরওয়ার্দী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে নকল প্রসাধনী তৈরির কারখানায় মালিক মোঃ রুবেল ও তার কর্মচারীদের না পেয়ে সেই বাড়ী তল্লাসী করে বিপুল পরিমাণ নকল লতা হারবাল স্কীন স্পট ক্রীম, বিভিন্ন কোম্পানীর বডি লোশন সহ বিভিন্ন প্রসাধনী তৈরির জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে পুঠিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এস/আর