রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর রহমান (৭০) নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে তার দোকানে এ ঘটনা ঘটে। মৃত মুনসুর রহমান কাজুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পাশের কার্তিকপাড়া বাজারের সার ও কীটনাশকের ব্যবসা করেন।
মৃতের নাতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার দুপুরের খাবার শেষে দাদা দোকানে যায়। সে সময় দোকানের ফ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান।
এরপর তিনি ওই ফ্যানে বিদ্যুতের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি পাশের লোকজন বুঝতে পেরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মনসুর রহমান মারা যায়।
বিএ/