নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় ৫০ বোতল বিদেশী মদসহ মনিরুল ইসলাম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গতকাল ২০ জুলাই সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি জেলার পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মনিরুল কে আটক করে।
আটক মনিরুল নাটোর সদর থানার গোকুন নগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশী মদসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।