নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পুঠিয়া উপজেলার বাসিন্দা। তাদের নাশকতার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল আহমেদ জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার জিওপাড়া ইউনিয়নের বারেকের মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে বিএনপি নেতাকর্মীরা
গোপনে সভা করছিল। বিষয়টি জানতে পেরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে