রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসি বাসের সাথে মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নুসাইফা (৯ মাস)।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়ক পুঠিয়া নামক স্থানে পাবনা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো- গ- ১১-০৮২১) সাথে বিপরীত রাজশাহী থেকে আসা ঢাকাগামী মাছের ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১১-৯১৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাসের ১০ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার
সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহত নুসাইফা (৯ মাস) শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ১০-১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস/আর