নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর বিজিবি চেকপোস্টের কাছে ‘রূপা এন্টারপ্রাইজ’ নামের ঢাকাগামী একটি বাস উল্টে খাদে পড়ে আমিনুল ইসলাম নামের এক যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে বেলপুকুরের বিজিবি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী রুপা এন্টার প্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বাসটি বেলপুকুর বিজিবি চেকপোস্টের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে বেলপুকুর থানার ওসি গোলাম মোস্তফাকে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।
খবর২৪ঘণ্টা/এমকে