পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিফাত কাইছার রাজু (২৬) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহত ছাত্রলীগ নেতা তাহেরপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার বিদিল আহম্মেদের ছেলে। তিনি তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপার্থী ছিলেন। সোমবার বিকেল ৪ টায় উপজেলার বিড়ালদহ মাজার সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবক মাসুদ (২৫) কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা রাজু পুঠিয়া থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথে তারা বিড়ালদহ মাজারের কাছে পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা রাজু নিহত হয় ও একজন আহত হয়। আহতকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।