রাজশাহীর পুঠিয়ায় সাংসারিক কাজে ব্যবহারের জন্য বালতির পানিতে ডুবে সুলেমান আলী নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) দুপুরে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সুলেমান একই এলাকার অটোচালক মানিক মিয়ার ছেলে।
মানিক মিয়া জানান, বাড়ির কাজে ব্যবহারের জন্য বালতি ভর্তি পানি রাখা ছিল। আমি সকালে অটোরিকশা নিয়ে বের হই। দুপুরে সুলেমানের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। বালতিতে রাখা পানি আনতে গিয়ে ডুবে থাকা ছেলের মৃত দেহ দেখতে পায় তার মা।
তিনি আরও বলেন, খেলার ছলে হাঁটতে হাঁটতে অসাবধানতার কারনে সুলেমান বালতিতে রাখা পানিতে ডুবে মারা যায়।
বিএ/