রাজশাহীর পুঠিয়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ফারুক হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে দিকে এ বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।
মৃত ফারুক হোসেন উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাওপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
জিউপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে নিহত ফারুক মাঠে গিয়ে ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিলেন। ওই সময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় পরিবারের লোকজন তাকে মাঠে খুঁজতে গিয়ে দেখে তিনি জমিতেই মরে পড়ে আছেন। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি শুনেছি। আমাদের পুলিশ মৃতের বাড়িতে গেছে। আমরা তাকে দাফন করতে বলেছি।
বিএ/