নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ৯১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, দুর্গাপুর থানার যোগীপাড়া গ্রামের আনসার আলীর ছেলে আজাহার আলী (২৮) ও বানেশ্বরের থান্দারপাড়া গ্রামের মৃত ময়েনের ছেলে হাবিব (৩৭)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নামাজগ্রাম গ্রামস্থ এলাকায় অভিযান চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানিয়েছে।
এমকে