নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ৯০৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। বুধবার উপজেলার ঝলমলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, জামালপুর জেলার বালিয়া গ্রামের মৃত সামছুলের ছেলে আলমগীর (২৮) ও রাজশাহীর বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকার শাইনুলের ছেলে আরিফ হোসেন (২৯)।
র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ৯০৭ বোতল ফেন্সিডিল ও নগর ৪ হাজার টাকাসহ আলমগীর ও আরিফকে আটক করে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে