নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো নাচোল থানার সোনামাসনা গ্রামের বাবলুর ছেলে সুমন(২৫), শিবগঞ্জ থানার পুখুরিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে ছেপাদুল (৩৬) ও জামালপুর থানার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে কামরুল
ওরফে সামু (৩৬)। জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান বলেন, জেলার পুঠিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর