পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের শুকুর প্রামানিকের ছেলে কুতুব প্রাং (৫৫) এবং নওগাঁ জেলার নজিরপুর পত্নীতলা এলাকার রবিউল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (২২)। গতকল শনিবার বেলা সাড়ে ১১টা ও দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া ঘোষপাড়া ও বানেশ্বর এতিবের পীরের ঢালান নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝলমলিয়া থেকে আখ বোঝাই মহিষের গাড়ি নিয়ে আখ ক্রয়কেন্দ্রে যাওয়ার সময় ঝলমলিয়া ঘোষপাড়া ঢালানের কাছে পৌঁছালে মালবাহী একটি ট্রাক মহিষের গাড়ির পিছন দিকে ধাক্কা দিলে মহিষের
গাড়িচালক কুতুব প্রাং গাড়ি থেকে পড়ে গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। এছাড়াও দুপুর পৌনে একটার সময় রাজশাহী থেকে গাইবান্ধাগামী বিআরটিসি বাস উপজেলার বানেশ্বর এতিবের পীরের ঢালান নামক স্থানে পৌঁছালে বাসের হেলপার রাসেল আহম্মেদ বাস থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে লাশগুলো উদ্ধার করা হয়।
আর/এস