পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
পুঠিয়া উপজেলার বানেশ্বরে “পুলিশ জনতা, জনতাই পুলিশ, পুলিশ জনতা ঐক্য গড়ি অপরাধ মুক্ত সমাজ গড়ি” শীর্ষক শ্লোগানে বাংলাদেশ পুলিশের ‘পুলিশ সেবা সপ্তাহ ২০১৯’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় বানেশ্বর সরকারী কলেজ মাঠে পররাষ্ট প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করেন। পরে বানেশ্বর ট্রাফিক মোড় চত্বর থেকে বানেশ্বর ভুমি অফিস পর্যন্ত একটি র্যালি বের হয়ে বানেশ্বর সরকারী কলেজ মাঠে এসে শেষ হয়। এ
সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট প্রতিমন্ত্রী চারঘাট-বাঘা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম এম পি, পুঠিয়া-দূর্গাপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মুনসুর রহমান, রাজশাহী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজশাহী সদর মোঃ আব্দুর রাজ্জাক খান, অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল মোঃ আবুল কালাম সাহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল নূরে আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা পুঠিয়া থানা মোঃ শাকিল আহমেদ সহ প্রমূখ।
খবর ২৪ ঘণ্টা/আর