পুঠিয়া প্রতিনিধি: ”বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এ শ্লোগানকে সামনে রেখে পুঠিয়ায় বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮। এ উপলক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা চত্তরের প্রধান গেটে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন শেষে উপজেলা চত্বরের পাশে মুক্ত মঞ্চে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল- মাহমুদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা। দুর্নীতি দমন কমিটি ও অধিদপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনে অংশ গ্রহণ করেন, বন অফিসার রাজ আহম্মেদ, বরেন্দ্র প্রকৌশলী সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা অফিসার, কৃষি অফিসার মুঞ্জুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, ছাত্র ছাত্রী, শিক্ষক, উপজেলার সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীগণ, প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ