পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত হলো সড়ক পরিবহণ আইন-২০১৮ এর কার্যকারীতা সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা সভা। মঙ্গলবার বিকাল ৪টায় পুঠিয়া মাছ আড়ৎ সংলগ্ন রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুঠিয়ার আয়োজনে ও হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনর্চাজ কাজল কুমার নন্দীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজিয়ন জাহাাঙ্গীল হোসেন, পুঠিয়া উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া, পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি প্রমুখ।
আর/এস